Logo
Logo
×

জাতীয়

৬১ লাখ টাকা চুরির অভিযোগে ব্যাংকের ক্যাশ ইনচার্জ গ্রেপ্তার

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০৪:৫৪ পিএম

৬১ লাখ টাকা চুরির অভিযোগে ব্যাংকের ক্যাশ ইনচার্জ গ্রেপ্তার

ক্যাশ চুরির অভিযোগে গ্রেপ্তার গ্লোবাল ইসলামী ব্যাংকের বাউনিয়া উপশাখার ক্যাশ ইনচার্জ শুভজিৎ দত্ত

গ্লোবাল ইসলামি ব্যাংকের ক্যাশ চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগে রাজধানীর বাউনিয়া উপশাখার ক্যাশ ইনচার্জকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার শুভজিৎ দত্ত গ্লোবাল ইসলামী ব্যাংকের উত্তরা শাখার অধীন বাউনিয়া উপশাখার অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার এবং ক্যাশ ইনচার্জ হিসেবে কাজ করতেন।

শুক্রবার (২২মার্চ) তাকে উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেন র‌্যাব-১ জানায়, গ্লোবাল ইসলামী ব্যাংকের উত্তরা শাখার অধীন বাউনিয়া উপশাখার অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার এবং ক্যাশ ইনচার্জ হিসেবে কাজ করতেন ওই প্রতিষ্ঠানে। ব্যাংকের ক্যাশ ভল্ট থেকে শুভজিৎ দত্ত ৬১ লাখ ১৪ হাজার ৬,৭৪ টাকা চুরি করে পালিয়ে যান। এ ঘটনার পর তার বিরুদ্ধে মামলা করেন একই শাখার আরেক ইনচার্জ।

এর আগে শুভজিৎ দত্ত বাউনিয়া উপশাখাতে ক্যাশ ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে ক্যাশ ভল্ট থেকে ২৬ লাখ ৩৩ হাজার ২৯৫ টাকা, এটিএম বুথ থেকে পাঁচ লাখ ৮০ হাজার ৫০০ টাকা, ডেসকো বিল কালেকশন এর ১৭ লাখ ৪৫ হাজার ১,৭৫ টাকা ও তিতাস বিল কালেকশনের ১১ লাখ ৫৫ হাজার ৭০৪ টাকা সহ সর্বমোট ৬১ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকা নিয়ে ২০২৪ সালের ৩১ জানুয়ারি সকালে সবার অগোচরে ব্যাংক থেকে পালিয়ে যান।

এ ঘটনায় বাউনিয়া উপশাখার ইনচার্জ আফরিন মজুমদার মাহি বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা করেছেন।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন