Logo
Logo
×

জাতীয়

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Icon

নিজস্ব সংবাদদাতা

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১২:২৩ পিএম

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

আজ ভয়াল ২৫ মার্চ। ১৯৭১ সালের এইদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত 'অপারেশন সার্চ লাইট'র নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা (রাত) সাড়ে সাতটায় ভাষণ দেবেন।’

বাসসের খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর পঞ্চম মেয়াদে ও টানা চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণের পর স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ।


ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন