Logo
Logo
×

জাতীয়

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

গাজীপুর সংবাদদাতা

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:১৫ পিএম

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক, তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সীমান্তে বিএসএফের পুশইনের বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ভারতে যদি বাংলাদেশের লোক থাকে, অবশ্যই বাংলাদেশ তাদের গ্রহণ করবে, তবে সেটা যথাযথ প্রক্রিয়ায় (প্রপার চ্যানেলে) আসতে হবে। কিন্তু ভারত এটা অনুসরণ না করে জঙ্গল ও রাস্তা দিয়ে ঠেলে (পুশইন) পাঠাচ্ছে। বেআইনিভাবে অমানবিক ঠেলে পাঠানো হবে না। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জানানো হয়েছে।

এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান, গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক প্রমুখ ছিলেন।


ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন