Logo
Logo
×

জাতীয়

এক হাজার টাকার জন্য খুন

Icon

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০৫:৩০ পিএম

এক হাজার টাকার জন্য খুন

-নিহত কৃষকের স্বজনদের আহাজারি

ধান ক্ষেতে সেচের পাওনা ১০০০ টাকাকে কেন্দ্রে করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুছা মিয়া (৪০) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার (৩০মার্চ) সকালে এ ঘটনা ঘটে। মুছা মিয়া উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের মৃত জজু মিয়ার ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মুছা মিয়ার সঙ্গে একই গ্রামের রুহুল আমিনের কাছে সেচের তিন হাজার টাকা পেতেন। এর মধ্যে ২ হাজার টাকা ফেরত দেওয়া হয়। বাকি ১ হাজার টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আজ সকালে মুছা মিয়ার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান রুহুল। মুছার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি রাজু বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রুহুল আমিন পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন