ফাইল ছবি
মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতির
মেয়াদ না বাড়ায় চলতি বছরের জুলাই থেকে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করবে জাতীয়
রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ওই মাস থেকে বর্তমান ভাড়ার চাইতে ১৫ শতাংশ বেশি ভাড়া
গুণতে হবে যাত্রীদের।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) এক চিঠিতে বিষয়টি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট
কোম্পানিকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে জানিয়েছে এনবিআর। তবে চিঠি এখনও ডিএমটিসিএলের হাতে
পৌঁছায়নি বলে জানিয়েছে সূত্র।
ডিএমটিসিএলের এক কর্মকর্তা বলেন, ‘গণমাধ্যম মারফতে
জেনেছি, ভ্যাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এখনও অফিসিয়াল চিঠি আমাদের হাতে এসে
পৌঁছায়নি।’
চিঠিতে বলা হয়, মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ
হবে আগামী ৩০ জুন। যদিও মেয়াদ বৃদ্ধি করার জন্য এনবিআরকে অনুরোধ করে ডিএমটিসিএল। কিন্তু
রাজস্ব বোর্ডের পর্যালোচনায় দেখা যায়, রূপকল্প ২০৪১ অনুযায়ী উন্নত দেশের কাতারে সামিলের
লক্ষ্যকে সামনে রেখে দেশে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। ওই উন্নয়নমূলক
কার্যক্রম সম্পাদনে সরকারকে প্রতিনিয়ত অর্থের জোগান দিতে হচ্ছে, যা মূলত আহরিত হচ্ছে
প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে। উন্নয়ন কর্মযজ্ঞে অর্থের জোগান অব্যাহত রাখাসহ দেশকে
কর-জিডিপি অনুপাতে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করায় সক্ষমতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সেজন্য কর অব্যাহতির ক্ষেত্র সংকুচিত করা হচ্ছে।
এই অবস্থায় মেট্রোরেল সেবার ওপর ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৪
সালের ৩০ জুন পর্যন্ত থাকা ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষে পুনরায় অব্যাহতি প্রদানে এনবিআর
অপারগতা জ্ঞাপন করছে।
বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনও শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকিটে
১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেল পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত এবং গণপরিবহন।
মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট আরোপের জন্য এনবিআর গত বছরের গোড়ার দিকে একবার মেট্রোরেল
কোম্পানির সঙ্গে আলোচনা করেছিল। তবে এর আগে বিশেষ বিবেচনায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর
থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর।
ভ্যাট যুক্ত হলে হিসাব অনুযায়ী, ২০ টাকার ভাড়া ২৩ টাকা হবে। ৭০ টাকার
ভাড়া ৮০ টাকা হবে, ১০০ টাকার ভাড়া ১১৫ টাকা হবে।