Logo
Logo
×

জাতীয়

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসছে কারা এ ঘোষণা দিল: ওবায়দুল কাদের

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০১:০৩ পিএম

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসছে কারা এ ঘোষণা দিল: ওবায়দুল কাদের

রাজধানীর খামারবাড়ির টিঅ্যান্ডটি মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে ওবায়দুল কাদের

মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট বসছে জুলাই থেকে, হঠাৎ করে কারা এ ধরনের ঘোষণা দিল? এ সম্পর্কে আমরা কিছু জানি না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রোরেল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানুষ এর সুফল পাচ্ছে। কোথায় জুলাই মাস! আর আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নিইনি। সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিলো, আমি জানি না। বিষয়টি সাংবাদিকদের জিজ্ঞেস করা উচিত ছিল। 

শুক্রবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাজধানীর খামারবাড়ির টিঅ্যান্ডটি মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে মৎস্যজীবী লীগ।

সেতুমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বম। এরা রাঙ্গামাটিতে নেই, খাগড়াছড়িতে নেই, আছে বান্দরবানে। এরা কিছু কিছু সশস্ত্র তৎপরতা শুরু করেছে। বিষয়টি আমাদের নলেজে আছে, সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে। যৌথ অভিযান চলছে। আশা করি অচিরেই পরিস্থিতি শান্ত হবে।

মন্ত্রী বলেন, আজ বিএনপি সমালোচনা করে বলে, সরকার দেশজুড়ে হরিলুট চালাচ্ছে। কীভাবে হরিলুট চলছে, কোথায় হরিলুট চলছে। অন্ধকারে ঢিল ছুড়বেন না, সত্য বলুন। ৮০ ভাগ লোক জেলে, আজ মির্জা ফখরুল মায়াকান্না কাঁদেন। এই ৮০ ভাগের তালিকা কোথায়? 

ওবায়দুর কাদের বলেন, আমরা আজ দেশের নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করেছি। স্বাধীন নির্বাচন কমিশন করেছি। এর আগে ছিল প্রধানমন্ত্রীর অধীনে। এখন স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হচ্ছে। পৃথিবীর কোনো দেশ দাবি করতে পারবে না, তাদের গণতন্ত্র পরিপূর্ণ। আমরা চেষ্টা করছি। আমাদের গণতন্ত্র বিকাশমান। 

তিনি আরও বলেন, বাংলাদেশে কিছু কিছু দল নির্বাচন ঠেকাতে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। বলেছিল, সরকার নির্বাচন করতে পারবে না। তারা ঠেকাতে পারেনি। নির্বাচন হয়ে গেছে। তারপর বলেছিল, পাঁচদিনও টিকবে না এ সরকার। সেই জানুয়ারির ৭ তারিখ থেকে তিন মাস হয়ে গেল, সরকার টিকে আছে। বিএনপির এখন চেয়ে চেয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই।

ওবায়দুল কাদের বলেন, আমরা রমজান মাসের শেষ পর্যায়ে। ঢাকা এবং সারা দেশের উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আমাদের পার্টি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা নিজেরা ইফতার পার্টি করিনি। এবার গণভবনে ইফতার পার্টি হয়নি। গতবারও হয়নি। ইফতার পার্টি না করে সারাদেশে আমাদের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। 

মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ, মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক প্রমুখ।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন