ছবি-সংগৃহীত
দলীয় ভাবমূর্তি ক্ষুণ্নর অভিযোগে টাঙ্গাইল শহর আওয়ামী
লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া তাকে চূড়ান্ত অব্যাহতির জন্য দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করেছে
শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
টাঙ্গাইল শহর আওয়ামী
লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক এবং সাধারণ সম্পাদক এমএ রৌফ
স্বাক্ষরিত অব্যাহতি পত্র পাঠানো হয়েছে। দলের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক
সম্পাদক মির্জা আযমের মাধ্যমে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগ নেতা গোলাম
কিবরিয়া (বড় মনির) জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর)
আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।
দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন
হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। এর আগে
গত ২৯ মার্চ বড় মনিরের বিরুদ্ধে ঢাকার তুরাগ থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন এক
নারী। এছাড়াও টাঙ্গাইলে আরেক কলেজছাত্রীকে ধর্ষণের মামলা রয়েছে বড় মনিরের বিরুদ্ধে।
ওই মামলায় তিনি উচ্চ আদালতে জামিনে আছেন।
টাঙ্গাইল শহর আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ বলেন, ঈদের আগে দলের সাধারণ সম্পাদকের কাছে গোলাম কিবরিয়াকে
চূড়ান্ত অব্যাহতি প্রদানের জন্য সুপারিশ করে চিঠি পাঠানো হয়েছে।