Logo
Logo
×

জাতীয়

ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পিএম

ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী। 

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বলেন, ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে, দুপুর ১টা ৪৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তাৎক্ষণিক হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে ফেলায় কোনো হতাহত নেই। 

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, দুপুরের দিকে হাসপাতালের বি ব্লকের পাঁচ তলায় শিশুদের আইসিইউতে আগুন লাগে। আইসিইউতে থাকা শিশুদের সরিয়ে নেওয়া হয়েছে।

হাসপাতালে কর্তব্যরত একাধিক চিকিৎসক জানান, কার্ডিয়াক আইসিইউতে আগুন লাগার সময় সাতজন শিশু চিকিৎসাধীন ছিলেন। তাদের দ্রুত সরিয়ে নিয়ে অন্য হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তারা সকলেই সুস্থ আছে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন