ওমরাহ করতে স্ত্রীকে নিয়ে সৌদি গেলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২৪, ১১:২৪ পিএম
ছবি-সংগৃহীত
বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওমরাহ পালন করতে স্ত্রীসহ সৌদি আরব গেছেন। বৃহস্পতিবার (২মে) বেলা সোয়া ৩টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে মদিনার উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন তার
একান্ত সহকারী ইউনুস আলী।
ইউনুস আলী বলেন,
‘পবিত্র ওমরাহ পালন করতে ম্যাডামসহ স্যার সৌদি আরব গেছেন। প্রথমে তারা সরাসরি মদিনায়
যাচ্ছেন। সেখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন এবং মসজিদে
নববীতে নামাজ আদায় করবেন। এরপর মদিনা থেকে মক্কায় এসে পবিত্র ওমরাহ পালনের আনুষ্ঠানিকতা
শুরু করবেন তারা। কাবা শরিফ তাওয়াফ এবং সাফা-মারওয়া সায়ি করবেন, মসজিদুল হারামে নামাজ
আদায় করবেন।’ ৮ মে বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে।
২৮ অক্টোবর ঢাকার
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পরদিনই মির্জা ফখরুল গ্রেপ্তার
হন। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি।
কারাগারে যাওয়ার পর থেকে বিএনপি মহাসচিব নানা জটিলতায় ভুগছেন। তার স্ত্রী রাহাত আরা বেগমও অসুস্থ। কারাগার থেকে মুক্তির পর ৪ মার্চ তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। ২০১৫ সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকাকালীন ধমনীতে ব্লক ধরা পড়ে। সেবারও কারাগার থেকে মুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।