হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২৪, ১১:৩৭ পিএম

ছবি-সংগৃহীত
হাসপাতালে
জরুরি কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার
(২ মে) রাত সাড়ে ৮টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয়ে রাত সোয়া ৯টার
দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। বাসায় ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের
তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। এর আগে লিভার জটিলতায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে জরুরি
কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য গত বুধবার দিবাগত রাতে খালেদা জিয়াকে বসুন্ধরার ওই হাসপাতালে
ভর্তি করা হয়।
খালেদা
জিয়াকে বাসায় নেওয়ার পর সেখানে এক ব্রিফিংয়ে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন,
সুস্থ কর্মক্ষম হওয়ার জন্য যে চিকিৎসার প্রয়োজন, তা দেশে খালেদা জিয়াকে দেওয়া যাচ্ছে
না। এজন্য বিদেশে বহুমুখী সুবিধাসম্বলিত চিকিৎসা কেন্দ্রে নেওয়া প্রয়োজন। টিপস হয়েছে
আজ ছয়মাস হয়ে গেলো। কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট এখনও হয়নি। তার আগে এই চিকিৎসাই
চলবে।
৭৯
বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল
রোগে ভুগছেন।
সর্বশেষ
গত ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে সিসিইউতে রেখে তাকে
চিকিৎসা দেওয়া হয়। ওই দফায় তিনদিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি। এর
আগে গত বছরের অক্টোবরে মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করে জানায়, লিভার সিরোসিসে আক্রান্ত
খালেদা জিয়ার লিভারের চিকিৎসা দেশে সম্ভব নয়। দ্রুত বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে
নিয়ে তার লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। এরপর সাবেক এই প্রধানমন্ত্রীকে আবারও
বিদেশ নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয় তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে। তবে আইনে সে সুযোগ
না থাকায় এ অনুমোদন দেয়নি সরকার।