Logo
Logo
×

জাতীয়

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

Icon

ঝিনাইদহ সংবাদদাতা

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৪:৩৩ পিএম

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

ফাইল ছবি

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ৫ জুন সেখানে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। গত ৭ জানুয়ারির নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা নাজমুল ইসলামের এক আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ সোমবার নির্বাচন স্থগিত করে আদেশ দেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির হোসেন।

মনির হোসেন বলেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল হাই জয়ী হন এবং এ আবেদনকারী নাজমুল ইসলাম পরাজিত হন। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট চেয়ে এবং ভোটের ফল স্থগিত চেয়ে নাজমুল ইসলাম হাইকোর্টের এই বেঞ্চে আবেদন করেন। ওই আবেদনের পর হাইকোর্ট ভোটের ফল স্থগিত করেন। কিন্তু আব্দুল হাইয়ের আপিলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থাগিত করে দেন।

তিনি বলেন, আব্দুল হাই মারা গেলে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। তাই আমরা বলেছি, যেহেতু আগের মামলার বিষয়টি নিষ্পত্তি হয়নি, তাই তা নিষ্পত্তির আগে নির্বাচন হওয়া সমীচীন হবে না। সেই পরিপ্রেক্ষিতে আদালত ভোটের ওপর তিন সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। এ ছাড়া আগামী রবিবার আমাদের আবেদনের শুনানি হবে।

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়। ৫ জুন ভোটের তারিখ রেখে উপনির্বাচনের তফসিল ঘোষণা হলে গত ৪ মে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. নায়েব আলী জোয়ারদারকে নৌকার মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল। 

ঘোষিত তফসিল অনুযায়ী এ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ মঙ্গলবার। কিন্তু হাইকোর্টের আদেশের ফলে আপাতত আর ভোট করার সুযোগ থাকল না।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন