
ছবি-সংগৃহীত
হজ কর্মসূচি-২০২৪ (হিজরি ১৪৪৫) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
হজ কার্যক্রমের উদ্বোধনের পর সরকারপ্রধান হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. এ হামিদ জমাদ্দার।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বাংলাদেশি হজযাত্রীদের বহনকারী হজ ফ্লাইট বৃহস্পতিবার ঢাকা থেকে শুরু হবে। প্রথম হজ ফ্লাইট (বিজি-৩৩০১) ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।