ছবি-সংগৃহীত
পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ৮টায় ঈশ্বরদী-ঢাকা রেলরুটে রেল যোগাযোগ সচলের পর দুর্ঘটনাকবলিত বুড়িমাড়ী এক্সপ্রেস ঢাকা অভিমুখে যাত্রা করেছে।
এছাড়াও বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো যাতায়াত শুরু হয়েছে। এর আগে বুধবার (৮মে) দিবাগত রাত ৩টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশনের অদূরে ঢাকাগামী আন্তঃনগর ৮১০ নম্বর 'বুড়িমাড়ী এক্সপ্রেস' ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এ কারণে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ এতথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী বুড়িমাড়ী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকাগামী ও ঢাকা থেকে আসা উত্তরাঞ্চলের কয়েকটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে দীর্ঘ কয়েক ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এতে ভ্রমণপ্রিয় ট্রেন যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েছিল। অনাকাঙ্ক্ষিত এই দুর্ভোগের জন্য পাকশী রেলওয়ে দফতর দুঃখ প্রকাশ করছে।
তিনি আরও বলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় রিলিফ ট্রেনটি পৌঁছানোর পর আমরা সকাল ৭টায় কাজ শুরু করি। যথাসাধ্য চেষ্টা করেছি, মাত্র ১ ঘণ্টায় দ্রুত সময়ে রেললাইন সচল করতে। শিডিউল বিপর্যয় হওয়া ট্রেনগুলো চলতি সপ্তাহে নির্ধারিত সময় থেকে কয়েকঘণ্টা দেরিতে চলাচল করবে। সাপ্তাহিক বন্ধের দিনের পর ছাড়া শিডিউল টাইমে চলাচল করানো সম্ভব হবে না। তারপরেও সঠিক সময়ে যেন ট্রেনগুলো চলতে পারে, আমরা সে চেষ্টা করব।