Logo
Logo
×

জাতীয়

প্রথম দিন সৌদি আরব গেলেন পৌনে ৩ হাজার হজযাত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৪, ০৪:৪২ পিএম

প্রথম দিন সৌদি আরব গেলেন পৌনে ৩ হাজার হজযাত্রী

ছবি-সংগৃহীত

বাংলাদেশ থেকে শুরু হয়েছে চলতি বছরের হজ ফ্লাইট চলাচল। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের শিডিউল ফ্লাইটে ২ হাজার ৭৬৯ হজযাত্রীর মধ্যে রাত ৮টা পর্যন্ত ২৪৩৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ ছাড়া ফ্লাইনাসের একটা ফ্লাইট এদিন ৭টা ৪০ মিনিটে ৩৩৫ হজযাত্রী নিয়ে রওনা হয়েছে বলে জানিয়েছে হজ অফিস।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হজ পরিচালক মুহাম্মদ কামরুজজ্জামান বলেন, ‘প্রথম দিনে ৯টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যে সাতটি ফ্লাইটের যাত্রীরা পৌঁছেছেন। তার মধ্যে তিনটি ফ্লাইট ছিল ব্যালটি হজযাত্রীদের, অর্থাৎ যারা সরকারিভাবে হজে গেছেন। রাত ১১টা ১০ মিনিটে ৪৪৫ জন হজযাত্রী নিয়ে আরেকটি ফ্লাইট যাওয়ার কথা।

তিনি বলেন, ‘আমরা সরকারিভাবে যাওয়া হজযাত্রীদের সকল ব্যবস্থাপনার আয়োজন করে রেখেছি। আর তাদের যেসব কাগজপত্র, আইডি কার্ড ইত্যাদি ঢাকা থেকে সম্পন্ন করে দিচ্ছি। ফলে হজযাত্রীদের কোনো অসুবিধা হওয়ার সুযোগ নেই। এ ছাড়া বেসরকারিভাবে যারা যাচ্ছেন তাদের ভিসা নেওয়ার হারও বেড়েছে। আশা করছি অন্যবারের চেয়ে এ বছর সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোর ৪টা ৫ মিনিটে ৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে প্রথম ফ্লাইট। সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ও হজযাত্রার দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন আরও ৪১৭ জন।

বিমানের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে পৌঁছায় বলে জানায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত হজযাত্রীদের শুভকামনা জানান ও যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সব সময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস জানান।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হজে যাবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০ শতাংশ হাজী পরিবহন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রি-হজে মোট ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ঢাকা থেকে জেদ্দায় ৮২টি, চট্টগ্রাম থেকে জেদ্দায় ১৭টি, সিলেট থেকে জেদ্দায় ৫টি, ঢাকা থেকে মদিনায় ৯টি, চট্টগ্রাম থেকে মদিনায় ২টি এবং সিলেট থেকে মদিনায় ১টি যাবে।

 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন