ছবি-সংগৃহীত
সিগন্যালিং সিস্টেম ফেল করায় হঠাৎ বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। এ সময় বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এর প্রায় দেড় ঘণ্টা পর রাত ৮টা ২০ মিনিটে আবার রেল চলাচল শুরু হয়।
শনিবার (২৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
এমআরটি লাইন-৬ প্রকল্পের উপ-পরিচালক (জনসংযোগ) তরফদার মাহমুদুর রহমান সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মেট্রো চলাচল বন্ধ ঘোষণা করেন।
মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল ট্রেন চলাচল বন্ধ হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে সংস্থাটির একাধিক সূত্র জানিয়েছে, ইন্টার কমিউনিকেশন সিগন্যালিং ব্যবস্থা বিকল হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়েছিল।