থার্ড টার্মিনালের ৯৭ ভাগ কাজ শেষ হয়েছে: পর্যটন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৪, ১০:২৮ পিএম
ছবি-সংগৃহীত
হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজের ৯৭ ভাগ কাজ সমাপ্ত
হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ
ফারুক খান এমপি।
বৃহস্পতিবার
(৩০ মে) থার্ড টার্মিনালের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ
কথা জানান।
মুহাম্মদ
ফারুক খান বলেন, এ পর্যন্ত পরিদর্শনে যা দেখলাম সব মিলিয়ে আমি খুবই সন্তুষ্ট। টার্মিনাল
ভবনের ৩ শতাংশের মতো কাজ বাকি আছে। তবে এই ৩ শতাংশের মধ্যে কো-অর্ডিনেশন ও টেস্টিংয়ের
মতো গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে। টার্মিনাল ভবনটি অনেক দৃষ্টিনন্দন হয়েছে। তবে এর সফলতা
নির্ভর করে এর সঠিক রক্ষণাবেক্ষণের উপর।
তিনি
বলেন, এটা হাইলি টেকনিক্যাল একটা কাজ। কোনোভাবেই পরিকল্পনা করে একদম টাইম মতো বাস্তবায়ন
করা সম্ভব হয় না। তবে আমি আশা করি কর্তৃপক্ষ যথাসময়েই এটি চালু করতে পারবে।
নতুন
টার্মিনালের সুযোগ সুবিধা নিয়ে তিনি বলেন, অন্যান্য বিমানবন্দর থেকে এখানে চেক-ইন কাউন্টার,
ইমিগ্রেশন কাউন্টার অনেক বড় করা হয়েছে। এখানে ৫৪টা ইমিগ্রেশন কাউন্টার করা হয়েছে। আশা
করছি, সব বয়সী ও শ্রেণী পেশার লোকজন ভালো সার্ভিস পাবেন।
লাগেজ
হ্যান্ডলিং দ্রুত হবে কিনা এমন প্রশ্নে ফারুক খান বলেন ‘পৃথিবীর যেকোনো দেশে এটা একটা বড় চ্যালেঞ্জ। যাত্রীরা মনে করেন প্লেন
থেকে নেমে যেতে যেতে লাগেজ আমার হাতে আসবে, এটা কখনও সম্ভব হয় না। আমরা উন্নতি করার
চেষ্টা করছি, উন্নতির জন্য ইক্যুইপমেন্টও কিনেছি।
গ্রাউন্ড
হ্যান্ডলিংয়ের দায়িত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, “জাপানের
সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য আমরা জয়েন্ট ভেঞ্চারের কথা বলেছি। কিন্তু, এখন পর্যন্ত
তারা নির্দিষ্টভাবে জানায়নি যে, তাদের কোন প্রতিষ্ঠান যুক্ত হবে। আশা করছি তারা দ্রুতই
এটি জানাবে।"
পার্কিং
চার্জ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিমানবন্দরে পার্কিং চার্জ বেশি, এটা
কারেক্ট। সব জায়গায় সরকার টাকা দিতে পারে না। সিভিল এভিয়েশন নিজেদের টাকা দিয়েই তাদের
পরিচালন ব্যয় ও উন্নয়ন কাজ সম্পন্ন করে থাকে। তবুও আমরা চেষ্টা করব যদি এটি কমানো যায়।’
এর
আগে মন্ত্রী নতুন এই টার্মিনালের ভবন ঘুরে দেখেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান
চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।