Logo
Logo
×

জাতীয়

বললেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু মানুষের মৌলিক চাহিদা সংরক্ষণ করে গেছেন

Icon

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৬:১৪ পিএম

বঙ্গবন্ধু মানুষের মৌলিক চাহিদা সংরক্ষণ করে গেছেন

সিংড়ার ডাহিয়া ইউনিয়নে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী পলক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের পক্ষ থেকে দেশের জনগণকে পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিত করতে চেয়েছিলেন। দেশের জনগণ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা সুবিধা পেলে তাদের আর কিছু চাওয়ার থাকে না। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। বঙ্গবন্ধু এ বিষয়টা ৫৩ বছর আগে উপলব্ধি করতে পেরেছিলেন। বঙ্গবন্ধুর ৫৩ বছর আগের পরিকল্পনা আজ তা সারাবিশ্ব গ্রহণ করেছে।

শনিবার (১৫ জুন) দুপুরে সিংড়া উপজেলা ডাহিয়া ইউনিয়নে পুনঃনির্মিত ডাহিয়া কমিউনিটি ক্লিনিকসহ চারটি প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম সারাদেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। সেই ক্লিনিক থেকে ৩৪ রকমের ওষুধ সাধারণ মানুষকে দেওয়া হতো। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার এসে তা বন্ধ করে দেয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলার নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, ডাহিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন মামুন প্রমুখ। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন