Logo
Logo
×

জাতীয়

জিআই স্বত্ব পেল বাংলাদেশের সাত পণ্য

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৩:৩৫ পিএম

জিআই স্বত্ব পেল বাংলাদেশের সাত পণ্য

ছবি-সংগৃহীত

সাত পণ্যের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক সনদ পেতে যাচ্ছে বাংলাদেশ। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে ঘোষণা দেওয়া হবে। ডিপিডিটির তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সাত পণ্যের মধ্যে আছে নরসিংদীর লটকন, মধুপুরের আনারস, ভোলার মহিষের কাঁচা দুধ, শেরপুরের ছানার পায়েস, নওগাঁর নাগ ফজলি আম, দিনাজপুরের লিচু ও সুন্দরবনের মধু। আরও ২৫টি পণ্যের জিআই সনদ দেওয়ার জন্য আবেদন গ্রহণ করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, জিআই সনদ দেওয়া যায় কি না এমন পণ্যের তালিকায় আছে যশোরের খেজুর গুড়, নরসিংদীর অমৃতসাগর কলা, জামালপুরের নকশি কাঁথা, মৌলভীবাজারের আগর-আতর, রংপুরের হাঁড়িভাঙা আম, মুক্তাগাছার মণ্ডা, রাজশাহীর মিষ্টি পান, গোপালগঞ্জের রসগোল্লাসহ অন্যান্য। 

ডিপিডিটির মহাপরিচালক মো. মুনিম হাসান বলেন, ‘বাংলাদেশের কোনো পণ্যের জিআই সনদ যেন অন্য কোনো দেশ নিয়ে না নেয়, এ জন্য আমরা তৎপর আছি। সাত পণ্যের জিআই সনদ দেওয়ার কাজ শেষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সাত পণ্যের নাম সুবিধামতো সময়ে ঘোষণা করা হবে। আরও ২৫ পণ্য নিয়ে কাজ শুরু করেছি।’ 

জিআই আইন বিধিমালা পূরণ করে এখন পর্যন্ত মোট ২১টি পণ্য জিআই সনদ পেয়েছে। সেগুলো হলো জামদানি শাড়ি, বাংলাদেশের ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত আম, বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুরের কাটারিভোগ, বাংলাদেশের কালোজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক, ঢাকার মসলিন, বাংলাদেশের বাগদা চিংড়ি, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের শীতলপাটি, বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, নাটোরের কাঁচাগোল্লা, টাঙ্গাইলের পোড়াবাড়ীর চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন