Logo
Logo
×

জাতীয়

আইজিপি পদে নতুন মুখ নাকি মেয়াদ বাড়ছে ...

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১১:১৯ পিএম

আইজিপি পদে নতুন মুখ নাকি মেয়াদ বাড়ছে ...

বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এটিইউ প্রধান এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (প্রশাসন, গ্রেড-১) মো. কামরুল আহসান -ছবি সংগৃহীত

আগামী ১১ জুলাই চাকরির মেয়াদ শেষ হতে চলেছে বর্তমান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। সম্প্রতি দেশের বিভিন্ন গনমাধ্যম সহ প্রশাসনের বিভিন্ন মহলে নতুন আইজিপি পদে কে নিয়োগ পেতে যাচ্ছেন অথবা বর্তমান আইজিপির মেয়াদ আবারও কি বাড়বে এ নিয়ে চলছে গুঞ্জন। শেষ পর্যন্ত বর্তমান আইজিপির চাকরির মেয়াদ যদি ফের বাড়ে তাহলে আবদুল্লাহ আল মামুনই হবেন এই পদে দেশের সবচেয়ে বেশি সময় থাকা আইজিপি। আগে পরপর দুই মেয়াদে আইজিপি থাকলেও তিন মেয়াদে কেহ দায়িত্ব পালন করেননি। 

দেশের বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষনে দেখা যায়, বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মেয়াদ বাড়িয়ে নতুন করে আবারও চুক্তিতে নিয়োগ হলে তা হবে বিরল ঘটনা। সে কারণে এবার তার মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কম। তাহলে পরবর্তী পুলিশ প্রধান হিসাবে আসবে নতুন মুখ। 

সংবাদমাধ্যম গুলোর নানামুখী আলোচনায় ইতোমধ্যে আড়াই লাখের বেশি জনবলের পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিতে তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য কয়েকজন নাম উঠে এসেছে। যাদের প্রজ্ঞা, কর্মদক্ষতা, পরীক্ষিত, পেশাদারিত্বের কমতি নেই। এছাড়া গত কয়েকদিনে বিভিন্ন গণমাধ্যমে সাবেক আইজিপি বেনজীর আহমেদ সহ সাবেক কয়েকজন কর্মকর্তার আর্থিক অনিয়ম ও দূনীতির নানা অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা, দুদুকের তদন্তের কারনে খোদ পুলিশের বিভিন্ন স্তরে চলছে নানা আলোচনা। যা নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ খোদ পুলিশ কর্মকর্তারা বিব্রত। এই সব কারণে এবার নতুন আইজিপি নিয়োগে খোঁজা হচ্ছে ক্লিন ইমেজের সিনিয়র পুলিশ কর্মকর্তা।

গণমাধ্যমগুলোর প্রকাশিত খবর অনুযায়ী এবার নতুন আইজিপি হিসাবে অনেকেই এগিয়ে রেখেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি ও এন্টিটেররিজম ইউনিটের প্রধান এস এম রুহুল আমিনকে।

এছাড়াও সবচেয়ে বেশী আলোচনায় এসেছেন তাদের মধ্যে পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত আইজিপি (প্রশাসন, গ্রেড-১) মো. কামরুল আহসান (১২তম ব্যাচ),  অতিরিক্ত আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফকরুল ইসলাম (১২তম ব্যাচ), অতিরিক্ত আইজিপি (অপারেশন) মো. আতিকুল ইসলাম (১২তম ব্যাচ)’র নাম। এখন অপেক্ষা কে হচ্ছেন আইজিপি, নাকি মেয়াদ বাড়ছে...।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন