Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিবেন আন্দোলনকারীরা

Icon

নিজস্ব সংবাদদাতা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০১:৫৭ পিএম

রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিবেন আন্দোলনকারীরা

ছবি-সংগৃহীত

সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবি আদায়ের জন্য পূর্বঘোষিত গণপদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও প্রদান করবেন আন্দোলনকারীরা।

রবিবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে গ্রন্থাগারের সামনে বেলা ১১টার আগে থেকেই ছোট ছোট দলে জড়ো হতে শুরু করেন আন্দোলনরত ছাত্ররা। 

এর আগে সকাল ৯টা থেকেই এখানে জমায়েত হতে শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে গণপদযাত্রা শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি বাহাদুর শাহ পার্কের সামনে দিয়ে, জজকোর্ট এলাকা হয়ে, রায়সাহেব বাজার মোড়, তাতিবাজার মোড় হয়ে জিরো পয়েন্ট মোড় অভিমুখে যাত্রা করে। জিরো পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা মিছিলের সঙ্গে একত্রিত হয়ে বঙ্গভবনের দিকে যাবেন তারা। এরপর সেখানে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিবেন শিক্ষার্থীরা।

আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক মেহেরুন্নেসা নিদ্রা বলেন, সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বঙ্গভবন অভিমুখে গণ পদযাত্রা শুরু করেছি। আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেব। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন