Logo
Logo
×

জাতীয়

বঙ্গভবন অভিমুখে আন্দোলনকারীদের গণপদযাত্রা

Icon

নিজস্ব সংবাদদাতা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০২:০৭ পিএম

বঙ্গভবন অভিমুখে আন্দোলনকারীদের গণপদযাত্রা

কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা নিয়ে বঙ্গভবনের উদ্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা-সংগৃহীত

সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে বঙ্গভবনের উদ্দেশে রওনা হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে এই পদযাত্রা শুরু হয়। শাহবাগ, মৎস্যভবন, প্রেস ক্লাব হয়ে তাদের বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরাও এ পদযাত্রায় অংশ নিচ্ছেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

এদিকে ছাত্রলীগের একদল নেতাকর্মীকেও দোয়েল চত্বর ও কার্জন হল এলাকায় অবস্থান নিতে দেখা গেছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা রয়েছেন।

এর আগে শনিবার বিকালে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছিল, রবিবার দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন।

সারা দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয় সেখানে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন