Logo
Logo
×

জাতীয়

নরসিংদী কারাগারের লুট হওয়া ৪৫ অস্ত্র উদ্ধার, এক জঙ্গি গ্রেপ্তার

Icon

নরসিংদী সংবাদদাতা

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ১১:০৪ পিএম

নরসিংদী কারাগারের লুট হওয়া ৪৫ অস্ত্র উদ্ধার, এক জঙ্গি গ্রেপ্তার

উদ্ধারকৃত অস্ত্র

নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ৮২৬ আসামিসহ ছিনিয়ে নেওয়া ৯ জঙ্গির মধ্যে জুয়েল ভূঁইয়া (২৬) নামের আরও এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে কারাগার থেকে লুট হওয়া ৪৫টি অস্ত্র, হাতকড়া ও এক হাজার ৯১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ পর্যন্ত আত্মসমর্পণ করেছেন ৪৮১ জন কয়েদি।

শুক্রবার (২৬ জুলাই) নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুলাই) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুয়া এলাকা থেকে হিজবুত তাহরীর সংগঠনের নেতা জুয়েল ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

তার আগে কারাগার থেকে ছিনিয়ে নেওয়া ৯ জঙ্গির মধ্যে দুই নারী গ্রেফতার হন। এ নিয়ে পালিয়ে যাওয়া তিন জঙ্গিকে গ্রেফতার করা হলো। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন