সেনা পরিচয়ে প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান আইএসপিআরের
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৬:১৫ পিএম
ছবি-সংগৃহীত
ইদানিং কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো প্রতারকদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার (২১ আগস্ট) আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।
এতে বলা হয়, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি অফিস, করপোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশি চালাচ্ছে এবং ফোনকলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে।
আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোশাকে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরনের কোনও অভিযান পরিচালনা করে না। এর পরিপ্রেক্ষিতে, জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।