Logo
Logo
×

জাতীয়

গুম মানবতাবিরোধী অপরাধ: তারেক

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৭:০৩ পিএম

গুম মানবতাবিরোধী অপরাধ: তারেক

ছবি-সংগৃহীত

গুম মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বলেছেন, এটি মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এ কথা বলেন বলে বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনায় লাখ-লাখ দেশবাসীর মতো গভীরভাবে উদ্বিগ্ন।

এতে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে এটি প্রয়োগ করা হয়।

তারেক রহমানকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনে গুমকে ব্যবহার করা হয়েছে জনসমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য। নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে যে, ২০০৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাত শতাধিক মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। এটি অত্যন্ত পীড়াদায়ক, আজ পর্যন্ত একটি ঘটনারও ন্যায়বিচার পাওয়া যায়নি।’

তারেক আরও বলেন, ‘এই নিখোঁজ মানুষগুলো ছিলেন তাদের পরিবারের প্রাণপ্রিয় সদস্য। তাদের স্বপ্ন, ভালোবাসা ও সুন্দর ভবিষ্যৎ ছিনিয়ে নেয়া হয়েছে। এই মানুষগুলো কোথায় আছে আমরা জানি না, তবে রেখে গেছে মর্মান্তিক ও বেদনাবিধূর বাংলাদেশ, যেখানে আমাদের অর্জিত মানবাধিকার ও মূল্যবোধ লুণ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে আমরা রাজনৈতিক দর্শন, জাতি, ভাষা, নৃগোষ্ঠী, সংস্কৃতি, বর্ণ ইত্যাদিসহ রাষ্ট্রীয় সীমানাকে অতিক্রম করে গুম হওয়া মানুষগুলোর স্মরণে এবং সেই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করি।’

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন