ছবি-সংগৃহীত
‘আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সে জন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে।'
শনিবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন সাবেক ফুটবলার ও বর্তমান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।
কাজী সালাউদ্দিন চার মেয়াদে বাফুফের সভাপতি হয়েছেন এবং ১৬ বছর দেশের ফুটবল তার হাতে ছিল। আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ‘ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন হবে। ওই নির্বাচনে অংশ নেবেন না সাবেক ফুটবলার ও বর্তমান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।
সালাউদ্দিন বলেন, বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টোবরে; আমি এই নির্বাচনে প্রতিযোগিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।