Logo
Logo
×

জাতীয়

বন্যার্তদের পাশে দাঁড়াতে তারেক রহমানের অনুরোধ

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৪:২৭ পিএম

বন্যার্তদের পাশে দাঁড়াতে তারেক রহমানের অনুরোধ

ছবি-তারেক রহমান

দেশের পাঁচ জেলায় আকস্মিক বন্যা নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বন্যার্তদুর্গত জেলাগুলোর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী ও সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। এই আকস্মিক বন্যায় প্রায় লক্ষাধিক মানুষ ইতোমধ্যে গৃহবন্দী হয়ে পড়েছেন।

তারেক রহমান আরও উল্লেখ করেন, আমি বন্যা উপদ্রুত ও আশপাশের জেলাগুলোর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসেন। একই সাথে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততার সাথে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন