Logo
Logo
×

জাতীয়

আশুলিয়ায় অ্যামাজন কারখানার আগুন নিয়ন্ত্রণে

Icon

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম

আশুলিয়ায় অ্যামাজন কারখানার আগুন নিয়ন্ত্রণে

ছবি-সংগৃহীত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে কারখানাসহ শ্রমিক কলোনির ২০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। 

সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জিরানী নবী টেক্সটাইল এলাকার অ্যামাজন নিটওয়্যার লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রবণ চৌধুরী আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্থানীয় অ্যামাজন ফ্যাক্টরিতে কাজ করছিলেন শ্রমিকেরা। তবে গত কয়েকদিন থেকেই পার্শ্ববর্তী বেক্সিমকো কারখানায় শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। সোমবার স্থানীয় ডরিন নামে আরও একটি কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরে বেক্সিমকো কারখানার কয়েক'শ শ্রমিক অ্যামাজন কারখানায় এসে হট্টগোল করে কাজ বন্ধ করে রাখতে বলেন। এ সময় আশপাশের বাসিন্দারা মোবাইলে ভিডিও করলে ক্ষুব্ধ হয়ে বেক্সিমকোর শ্রমিকেরা অ্যামাজন কারখানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরে আগুন কারখানা থেকে আশপাশের শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রবণ চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য আসে। তারা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কে বা কারা আগুন দিয়েছে এখনো নিশ্চিত হতে পারিনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন