রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না: আইন উপদেষ্টা
![Icon](https://samacharprotidin.com/uploads/settings/icon-newicon-2-1708783997.png)
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম
![রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না: আইন উপদেষ্টা](https://samacharprotidin.com/uploads/2024/11/online/photos/Untitled-1-673cb41555de8.jpg)
ছবি-সংগৃহীত
রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া এই দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় মানুষকে জিম্মি করে কোনো আন্দোলন না করার পরামর্শ দিয়েছেন আসিফ নজরুল।
আইন উপদেষ্টা বলেন, ট্রেনে আক্রমণ করে নারী-শিশুকে আহত করার ঘটনা অমানবিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে সরকার যখন কঠোর হবে তখন কঠোর হবার মতোই হবে।
এদিকে বিশ্বদ্যালয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ তিতুমীর কলেজর ভেতরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে কলেজের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।