Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে-টিপু

Icon

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে-টিপু

ছবি-সংগৃহীত

‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসীবাদী সরকার হাসিনার পতন হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের নামে আমরা তা বাস্তবায়ন করেছি।’ শনিবার (১ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলার সালামপুর ঈদগাহ মাঠে আয়োজিত সুধি সমাবেশে এসব মন্তব্য করেন  বিএনপি’র কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু।

আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একেএম জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন নাটোর জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক বাবু রঞ্জিত কুমার সরকার।

টিপু বলেন, ৫ মাস চলে গেলেও আমাদের নেতাকর্মীদের নামের মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয় নাই বরং নতুন নতুন মামলা করা হচ্ছে। আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

টিপু আরও বলেন, প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই- থানার সকল কনস্টেবল থেকে শুরু করে সব পুলিশ কর্মকর্তা, ইউএনও, ডিসি, সচিব, জজ, ডিআইজি সকলেই হাসিনার সুপারিশে নিয়োগ প্রাপ্ত হয়েছিলো। আপনারা শুধু ডিসি আর এসপিদের বদলী করেছেন। আজকে চেয়ারম্যান মেম্বার, ওসি, এসআই, ইউএনও, এডিসি এরা সকলে মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনঃবাসন করার চেষ্টা করছে। 

সমাবেশে গোপালপুর পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, লালপুর উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক আমিনুল হক টমি, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ফিরোজ হোসেন মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খায়ের, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, উপজেলা ছাত্রদল সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল, সাবেক সাধারণ সম্পাদক নাজির উদ্দিন বাবু সহ বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন