বরিশাল মহানগর বিএনপির কর্মিসভায় মারামারি

বরিশাল সংবাদদাতা
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম

ছবি-সংগৃহীত
বরিশাল মহানগর বিএনপির ওয়ার্ড পর্যায়ে সদস্য ফরম বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত কর্মিসভায় দুই পক্ষে তুমুল মারামারি হয়েছে। গতকাল বুধবার এ ঘটনায় উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্লোগান দিয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে নগরের ১০ নম্বর ওয়ার্ডে মারামারি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বরিশাল মহানগর বিএনপি পুনর্গঠনের লক্ষ্যে ৩০টি ওয়ার্ড কমিটির নেতৃত্ব সৃষ্টিতে ৮টি টিম গঠন করা হয়। এতে একাংশ বিরোধিতা করলেও নগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে ওয়ার্ডগুলোতে মঙ্গলবার থেকে কর্মিসভা শুরু হয়। বুধবার বিকালে নগরের ১০ নম্বর ওয়ার্ডের কর্মিসভা উপলক্ষে চাইনিজ রেস্তোরাঁ সাউথ কিং-এর নিচে সভা চলছিল। সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ নেতারা। বিকাল সাড়ে ৫টার দিকে ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামের অনুসারীরা মিছিল নিয়ে প্রবেশ করে স্লোগান দিতে থাকেন।
এ সময় প্রতিপক্ষ বাধা দিলে তর্ক হয়। পরে বসার জায়গা না পেয়ে দুই পক্ষের হাতাহাতি মারামারিতে রূপ নেয়। অতিথিদের উপস্থিতিতেই কিলঘুষি, চেয়ার ছোড়াছুড়িতে থমকে যায় কর্মিসভা। উদ্ভূত ঘটনায় সভায় আসা নারী-পুরুষ কর্মী চলে গেলে সভাস্থল ফাঁকা হয়ে যায়।
১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব দুলাল হোসেন বলেন, মিছিল নিয়ে এসে একে অপরের কথা শুনছিলেন। হঠাৎ চেয়ারে বসা নিয়ে কেডিসি, ভাটার খালের যুবকদের মধ্যে বিরোধ বাধে। এতে তার কর্মী মিজানসহ কয়েকজন আহত হয়েছেন। মারামারির কারণে অনেকেই চলে গেছেন। বিশেষ করে নারী কর্মীরা সভায় ছিলেন না। অল্পকিছু লোকের মাঝে সদস্য ফরম বিতরণ করে সভা চলছিল।
সাবেক আহ্বায়ক তোতা মিয়া বলেন, চেয়ারে বসা নিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে ঝামেলা হয়। কর্মীরা একে অপরকে কিলঘুষি দিতে থাকে। কারা করেছে তা শনাক্ত করার চেষ্টা করছেন।
এ বিষয়ে জানতে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুককে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। নগর বিএনপির সদস্য নুরল আলম ফরদে বলেন, তুচ্ছ ঘটনায় মিছিল নিয়ে আসা কামরুলের লোকেরা বসা নিয়ে গন্ডগোল করে। পরে তা নিয়ন্ত্রণ হয়ে যায়।