ক্ষমতায় না থেকেও সব সুযোগ-সুবিধা পাচ্ছে এনসিপি : রুমিন ফারহানা

রংপুর সংবাদদাতা
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এনসিপি দলটি ক্ষমতায় নেই। কিন্তু তারা ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকার সব সুযোগ-সুবিধা পাচ্ছে। এই অবস্থায় তারা নির্বাচনে গেলে আপনি কি মনে করেন, আরও ৮-১০টা দলের সঙ্গে তাদের লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। আমি বলব না, তাদের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। একটি অসম ক্ষেত্রে আমাদের নির্বাচনী যুদ্ধ করতে হচ্ছে। এটি নিয়ে আমাদের ভাবতে হবে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৩১ দফা নিয়ে রংপুর, নীলফামারী ও সৈয়দপুর সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ১৭ বছর ধরে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করে আসছে। এখনও সেই লড়াই চলছে। কেননা বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই। আছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।’
বিএনপির এই নেত্রী বলেন, ‘এই দেশে বিরোধী মতকে সব সময় দমন-নিপীড়ন করেছে আওয়ামী লীগ। কথা বলতে দেয়নি, নিজের গ্রামে-বাড়িতে থাকতে দেয়নি। হামলা-মামলা করে জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন অবস্থা করেছিল, যার কারণে তারেক রহমান দেশে আসতে পারে নাই। শুধু তাই নয়, ৭৬ বছর বয়সে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল।’
১৭ বছরের আন্দোলন-সংগ্রামের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। তিনি বলেন, বাংলাদেশ নামের সঙ্গে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। জিয়া পরিবার দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে।
এনসিপির সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, তারা (এনসিপি) নতুন ধারার রাজনীতির কথা বলছে। অথচ তাদের একজনের গাড়িবহরে দেড় শতাধিক গাড়ি থাকে। প্রতিটি গাড়ি ৫ হাজার টাকা করে ভাড়া হলে ৩ লাখ টাকা লাগে। এই টাকা কোথা থেকে এলো। আমাদের দল ৫০ বছর পুরোনো। দেশের সবচেয়ে জনপ্রিয়, বারবার ক্ষমতায় আসা দল। অথচ আমরা ৫টির বেশি গাড়ি নিয়ে যেতে পারলাম না। নতুন ধারা নিজের রাজনৈতিক জীবনে চর্চা করতে হবে। শুধু মুখে বললে হবে না, রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণকে দেখাতে হবে।
তিনি আরও বলেন, ঢাকার শহরের রূপায়ণ টাওয়ারে দুটি ফ্লোরে বিরাট অফিস। এর ভাড়া কোথা থেকে আসে। শুনেছি শুভাকাঙ্ক্ষীরা নাকি টাকা দেয়। প্রতিটি দেশে নির্বাচনে জিততে পারে এমন সম্ভাবনাময় দলকে ব্যবসায়ীরা সহযোগিতা করে। এটি যুগে যুগে হয়ে আসছে। কিন্তু এনসিপি কি রাষ্ট্র পরিচালনায় আছে? কিংবা আগামী দিনে এমন অবস্থায় যাবে? রাষ্ট্র পরিচালনায় না থাকা সত্ত্বেও তাদের ব্যবসায়ীদের সহযোগিতা কী ইঙ্গিত করে? এজন্য আগামী দিনগুলো বিএনপির জন্য আরও কঠিন। ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে, একইভাবে ঐক্যবদ্ধ থেকে নির্বাচিত সরকার পর্যন্ত আন্দোলন চলমান রাখতে হবে।’
সংবিধান নিয়ে রুমিন ফারহানা বলেন, সংবিধানে ভালো ভালো কথা লিখে দিলেই দেশ ভালো চলবে না। ব্রিটেনে কোনো সংবিধান নেই, এরপরও সেখানকার মানবাধিকার, সুশাসন, ন্যায়বিচার অনেক উন্নত। ভালো কাজের মাধ্যমে সংবিধান বাস্তবায়ন করতে হবে।