জামায়াত-শিবির নিষিদ্ধে একমত ১৪ দলীয় জোট : কাদের
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১১:৫১ এএম
ছবি-পিআইডি
জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে একমত পোষন করেছে ১৪ দলীয় জোট। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন তথ্য জানিয়ে বলেছেন, ১৪ দলের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
১৪ দলের জরুরি এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশবিরোধী নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের রাজনীতির সুযোগ নিষিদ্ধ করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দল।’
এ সময় সেখানে উপস্থিত জোটের কেন্দ্রীয় নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘১৪ দলের সভায় আমরা সর্বসম্মতিক্রমে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছি। এখন এটি বাস্তবায়নের দায়িত্ব সরকারের।’
১৪ দলের কেন্দ্রীয় নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ জোটের অন্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।