দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র পাইনি: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ পিএম
ছবি-সংগৃহীত
‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে
গত জুলাই-আগষ্টে আমরা নতুন করে স্বাধীন হয়েছি। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই,
কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র পাইনি। গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন সুন্দর পরিবেশে
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা
হবে। এটাই অন্তবর্তীকালীন সরকারের কাছে এদেশের মানুষের প্রত্যাশা।’
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনে (মোহনা
টেলিভিশনের সামনে) পল্লবী থানা ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা
মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক।
তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে মানুষের ভোটে
নির্বাচিত ছিল না। তারা দেশের জনগণের ভোটের অধিকারকে বঞ্চিত করে নিজেরা ক্ষমতাকে
কুক্ষিগত করে রেখেছিল।
আমিনুল হক আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর ধরে দেশের জনগণ এবং দলের নেতাকর্মীদের সম্পৃক্ত করে গণতন্ত্র
পুনরুদ্ধারের আন্দোলন করছেন। সেই আন্দোলনের সফলতায় আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি।
তিনি বলেন, গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেননি। জনগণ তার বহুল প্রত্যাশিত সে ভোটের জন্য অপেক্ষা করছে। দেশের মানুষের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা, দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। যে নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ তাদের প্রত্যাশিত ভোট দেবে এবং দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনি, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, যুগ্ন আহবায়ক আনিস, পল্লবী থানা যুবদলের আহবায়ক নূর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া, জিসাপ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. সোলায়মান, জিসাপ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জিয়ারুল ইসলাম জিহাদ, পল্লবী থানা মহিলা দলের সদস্য সচিব পলি, রুপনগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দীন জসিম, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-দফতর সম্পাদক সোহেল, ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, সহ-সভাপতি রাসেদ, রিমন, যুগ্ন সম্পাদক নীরব, সাংগঠনিক সম্পাদক সিজার খান প্রমুখ।