Logo
Logo
×

রাজনীতি

শোডাউনের রাজনীতি বিশ্বাস করে না ছাত্রদল : ছাত্রদল সভাপতি

Icon

পটুয়াখালী সংবাদদাতা

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৯:০৯ পিএম

শোডাউনের রাজনীতি বিশ্বাস করে না ছাত্রদল : ছাত্রদল সভাপতি

ছবি-সংগৃহীত

‘ছাত্রদল শোডাউনের রাজনীতি বিশ্বাস আর করে না। পুরোনো ধাঁচের কোনো ব্যানার, ফেস্টুন, আধিপত্য বিস্তারকে বিশ্বাস করে না। নতুনধারার রাজনীতি উপহার দিতে ও বিভীষিকাময় রাজনৈতিক পরিস্থিতি পাল্টে ফেলতে আমরা বদ্ধপরিকর।

বিগত ১৫ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েও যেসব কর্মী রাজপথ ছাড়েননি এবং দলীয় ভাইয়ের কাছ থেকে মৃত্যু দেখেও হাত ছেড়ে যায়নি- এমন কর্মীদের আমরা মূল্যায়ন করব।’

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে পর্যটননগরী কুয়াকাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ সংবলিত লিফলেট বিতরণকালে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, ১৫ বছর ধরে ছাত্রলীগ ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা, নিরীহ ছাত্রদের নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত ছিল। যার অপরাধে বর্তমানে নিরপেক্ষ সরকার তাদের নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিজেরাই তৈরি করেছিল সন্ত্রাসী আইন ২০০৯। তাদের তৈরি আইনের ফাঁদে আজ নিজেরাই আটকে গেছে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম রিয়াদ, সহসভাপতি শাকির আহমেদ, সহসভাপতি এইচএম আবু জাফর, যুগ্ম সম্পাদক এমএম মাসুদ, যুগ্ম সম্পাদক আবদুল জলিল আমিনুল, যুগ্ম সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহসাধারণ সম্পাদক আনিচুর রহমান, সহসাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক গণসংযোগবিষয়ক সম্পাদক ফিরোজ আলম। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী, সদস্যসচিব জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার, ৩নং যুগ্ম আহ্বায়ক প্রিন্স শরীফ। কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের রিয়াজ, সদস্যসচিব নেছার উদ্দিন হাওলাদার, কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি মীর সৈয়দ ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন প্রমুখ।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন