দুমকীতে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি
দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৯:০০ পিএম
ছবি-আনন্দ র্যালী
বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা, আনন্দ র্যালি ও কেককাটা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৫ টার সময় উপজেলার নতুন বাজার এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন করা হয়।
গণঅধিকার পরিষদের দুমকী উপজেলা শাখার আহবায়ক মোসা. সুবর্ণা রশিদের সভাপতিত্বে ছাত্র অধিকার পরিষদ দুমকী উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক মো. জাবের মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও অর্থ সমন্বয়ক কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম।
সভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম সোহেল রানা, যুগ্ম সদস্য সচিব মো. মুন্না জহির, নাসির উদ্দিন জুয়েল, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, যুব অধিকার পরিষদ পটুয়াখালী শাখার সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মহসিন ইসলাম, সহ সভাপতি মো. মনির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, পটুয়াখালী সদর উপজেলা শাখার আহবায়ক মো. মহসিন মৃধা প্রমুখ।
এসময় গণঅধিকার পরিষদের দুমকী উপজেলা শাখার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।