ছবি-সংগৃহীত
টানা দুই ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগের ম্যাচে বড় ব্যবধানে জয়ের পর শনিবার ৫ উইকেটে জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে নিগার সুলতানারা। মিরপুর স্টেডিয়ামে আগে ব্যাটিং করে আয়ারল্যান্ড ১৯৩ রান সংগ্রহ করে। জবাবে দলগত নৈপুণ্যে ৩৭ বল আগে ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে স্বাগতিক দল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেটে দেখে শুনে খেলতে থাকেন ফারজানা হক ও শারমিন সুলতানা। দু’জনের ৮৫ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামলে উঠে বাংলাদেশ। হাফসেঞ্চুরি তুলে আউট হয়েছেন ফারজানা হক। ৮৯ বলে ৬ চারে ৫০ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। সঙ্গীকে হারিয়ে স্কোরাবোর্ডে আরও ৭ রান যোগ করে বিদায় নেন আগের ম্যাচে ৯৬ রান করা শারমিনও। ৬৩ বলে ৪ চারে শারমিন ৪৩ রানের ইনিংস খেলেছেন।
১০৭ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানোর পর কিছুটা চাপে পড়লে তা সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ৩৯ বলে ৪০ রানের ইনিংস বাংলাদেশের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি খেলেছেন ১৬ রানের ইনিংস। স্বর্ণা আক্তার ২৯ ও ফাহিমা খাতুন ৪ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেছেন। আইরিশ বোলারদের মধ্যে লরা ডেলানি সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ৩৫ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়ে সফরকারীরা। সারাহ ফোর্বস ১৩ ও অধিনায়ক গ্যাবি লুইস ২ রানে আউট হয়েছেন। তবে তৃতীয় উইকেটে অ্যামি হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্টের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় দল। ৯১ রানের জুটি গড়ে দলের ২০০ ছুঁই ছুঁই স্কোরে অবদান রেখেছেন তারা। দলের হয়ে সর্বোচ্চ ৮৮ বলে ৬৮ রান করেন অ্যামি হান্টার। ওরলা প্রেন্ডারগাস্ট খেলেছেন ৭২ বলে ৩৭ রানের ইনিংস। এছাড়া লরা ডেলানির ব্যাট থেকে আসে ৫০ বলে ৩৩ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড সংগ্রহ করে ১৯৩ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে স্পিনার সুলতানা খাতুন ছিলেন সবচেয়ে সফল। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার পান একটি করে উইকেট।