ছবি-সংগৃহীত
এশিয়ার ফুটবলের সঙ্গে সামঞ্জস্য রাখতে আগামী বছর দক্ষিণ এশিয়ার ফুটবলের পঞ্জিকায় পরিবর্তন এনেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। মঙ্গলবার সাফের কম্পিটিশন কমিটির এক ভার্চুয়াল সভায় হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। যার মধ্যে অন্যতম নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ।
যে আসরটি আগামী ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল বাংলাদেশে। নতুন সূচী অনুযায়ী এই টুর্নামেন্টটি বাংলাদেশই আয়োজন করবে ১ থেকে ১১ জুলাই। গত বছরও এই আসরটি হয়েছিল ঢাকায় এবং প্রথমবারের মতো হওয়া বয়সভিত্তিক আসরের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে তারা ৩-০ গোলে হারিয়েছিল নেপালকে।
ভার্চুয়াল সভা শেষে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, 'এএফসি'র বেশ কিছু সূচীতে পরিবর্তন এসেছে। তাই এএফসি'র সূচীর সঙ্গে সামঞ্জস্য রাখতে আমরাও কিছু পরিবর্তন এনেছি।'
সভায় পুরুষ সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ নিয়েও আলোচনা হয়েছে। ২০২৫ সালে এই আসরটির সূচী ও আয়োজক দেশ অবশ্য চূড়ান্ত হয়নি। আগামী ১০ জানুয়ারি নেপালের কাঠমান্ডুতে হতে যাওয়া সাফের নির্বাহী কমিটির সভায় হবে এই সিদ্ধান্ত।