Logo
Logo
×

খেলা

বিপিএল ২০২৫: কে কত টাকা পেলেন

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৮ পিএম

বিপিএল ২০২৫: কে কত টাকা পেলেন

ছবি: সংগৃহীত

বিপিএল ২০২৫ এর একাদশ আসরের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সে পুরস্কৃত ক্রিকেটারদের জন্য বিসিবি এইবার বাড়তি অর্থ পুরস্কার ঘোষণা করেছে। আসরের শিরোপা জয়ী ও অন্যান্য পুরস্কৃতরা যেভাবে অর্থ পেয়েছেন তা নিচে দেওয়া হলো:

চ্যাম্পিয়ন (ফরচুন বরিশাল):

পুরস্কার: ২ কোটি ৫০ লাখ টাকা।

রানার্স-আপ (চিটাগং কিংস):

পুরস্কার: ১ কোটি ৫০ লাখ টাকা।

তৃতীয় (খুলনা টাইগার্স):

পুরস্কার: ৬০ লাখ টাকা।

চতুর্থ (রংপুর রাইডার্স):

পুরস্কার: ৪০ লাখ টাকা।

ব্যক্তিগত পুরস্কার:

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (মেহেদী হাসান মিরাজ):

রান: ৩৫৫, উইকেট: ১৩

পুরস্কার: ১০ লাখ টাকা।

ফাইনালের সেরা খেলোয়াড় (তামিম ইকবাল):

পুরস্কার: ৫ লাখ টাকা।

সর্বোচ্চ রান সংগ্রাহক (মোহাম্মদ নাঈম):

রান: ৫১১

পুরস্কার: ৫ লাখ টাকা।

সর্বোচ্চ উইকেট শিকারি (তাসকিন আহমেদ):

উইকেট: ২৫

পুরস্কার: ৫ লাখ টাকা।

সেরা উদীয়মান খেলোয়াড় (তানজিদ হাসান তামিম):

রান: ৪৮৫

পুরস্কার: ৩ লাখ টাকা।

সেরা ফিল্ডার (মুশফিকুর রহিম):

পুরস্কার: ৩ লাখ টাকা।

মোট পুরস্কারের পরিমাণ:

বিসিবি মোট ৫ কোটি ৩১ লাখ টাকা বিতরণ করেছে এবারের বিপিএল আসরে।

এছাড়া, প্রতিটি ম্যাচে ম্যাচসেরার পুরস্কারের অর্থও যোগ করলে, মোট পুরস্কারের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন