Logo
Logo
×

খেলা

বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম

বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তন—বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রধান স্টেডিয়াম এখন থেকে পরিচিতি পাবে জাতীয় স্টেডিয়াম নামে।

১৯৫৪ সালে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী ভেন্যু ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর নামে স্টেডিয়ামের নামকরণ করে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় বিদায়ী সরকারের পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে এবার নতুন পরিচয় পেল দেশের ক্রীড়াঙ্গনের হৃদপিণ্ড—জাতীয় স্টেডিয়াম।

তারই ধারাবাহিকতায়, উপজেলা পর্যায়ের ১৫০টি ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’-এর নাম বদলের পর এবার দেশের ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু স্টেডিয়ামও পেল নতুন পরিচয়—‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন