টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হারল পাকিস্তান

সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৪:০২ পিএম

ছবি-সংগৃহীত
পাকিস্তান ক্রিকেটে শনির দশা যেন চলছেই! আইসিসির সবশেষ তিনটি বৈশ্বিক ইভেন্টেই গ্রুপ পর্বেই বিদায় নেওয়ায় দলে ব্যাপক পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু দলে পরিবর্তন আনলেও তাদের পারফরম্যান্সে কোনো পরিবর্তন আসেনি। ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর ওয়ানডে সিরিজেও সমান দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড।
হ্যামিলটনে বুধবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড জিতেছে ৮৪ রানের বড় ব্যবধানে। এতে এক ম্যাচ আগেই নিশ্চিত হয়ে গেছে সিরিজ। আগে ব্যাটিং পেয়ে মিচেল হেয়ের ৭৮ বলে ৯৯ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯২ রান করে কিউইরা৷ জবাবে জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, উইল ও'রোর্কদের তোপে পাকিস্তান ৪১.২ ওভারে আটকে গেছে ২০৮ রানে। অবশ্য ফাহিম আশরাফ, নাসিম শাহ শেষ দিকে রান না করলে তিন অঙ্কের আগেই থামত পাকিস্তান।
বড় রান তাড়ায় চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৭২ রানের মধ্যেই তাদের পড়ে যায় ৭ উইকেট। শেষ দিকে ৮০ বলে ৭৩ করেন ফাহিম আশরাফ। ৪৪ বলে ৫১ রান আসে নাসিম শাহর ব্যাট থেকে। মিডল অর্ডারে তায়িব তাহির ১৩ ও শেষ ব্যাটার সুফিয়ান মুকিম ১৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাকিস্তানকে গুঁড়িয়ে ৫৯ রানে ৫ উইকেট নিয়ে কিউদের সেরা বোলার সিয়ার্স।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ঘরানায় শুরু পেয়েছিলো। ৬ ওভারে ৫৪ আনার পর খেই হারায় তারা। ১৩২ রানে পড়ে যায় ৫ উইকেট। এরপর মোহাম্মদ আব্বাস-হেয় মিলে গড়েন জুটি। ৮০ বলে ৭৭ রানের জুটি খেলায় ফেরায় স্বাগতিক দলকে। আগের ম্যাচে অভিষেকে রেকর্ডময় ফিফটি করা আব্বাস থামেন ৪১ রানে। হেয় চালিয়ে যান৷ টেল এন্ডারদের নিয়ে নিউজিল্যান্ডকে নিয়ে যান তিনশোর কাছে। শেষ বলে সেঞ্চুরি পেতে তার দরকার ছিলো ৫ রান, ছক্কা মারতে চেয়েছিলেন, ৪ হয়ে তিনি থামেন ৯৯ রানে। ১ রানের আক্ষেপ অবশ্য দলের বড় জয়ে আর থাকেনি তার।