Logo
Logo
×

খেলা

হার্ট অ্যাটাক হয়ে মাঠেই মারা গেলেন আম্পায়ার

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:১০ পিএম

হার্ট অ্যাটাক হয়ে মাঠেই মারা গেলেন আম্পায়ার

প্রতীকী ছবি

হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রসাদ মালগাঁওকর নামের এক ভারতীয় আম্পায়ারের মৃত্যু হয়েছে। খেলা চলাকালীন সময় মাঠেই পড়ে গিয়েছিলেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এ আম্পায়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। গতকাল বুধবার ক্রস ময়দানে সুন্দর ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ভামা কাপ ম্যাচে দায়িত্ব পালন করছিলেন মালগাঁওকর। কেআরপি একাদশ ও ক্রেসেন্ট সিসির মধ্যকার ম্যাচের দশম ওভারের পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথম জানান, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এরপর সঙ্গে সঙ্গে মালগাঁওকরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালগাঁওকরকে মৃত ঘোষণা করেন।

সহ-আম্পায়ার প্রতমেশ আঙ্গানে জানান, খেলা শুরুর আগে মালগাঁওকর অম্লতার (অ্যাসিডিটি) কথা জানিয়েছিলেন। এরপর তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে মালগাঁওকর তা প্রত্যাখ্যান করে ম্যাচ পরিচালনা চালিয়ে যান।

প্রতমেশ বলেন, ‘তিনি (মালগাঁওকর) ভালো বোধ করছিলেন না। টসের আগেই অ্যাসিডিটির কথা বলেছিলেন। আমি বলেছিলাম, তুমি যদি ভালো না বোধ করো, বিশ্রাম নাও। কিন্তু সে বলল, ঠিক আছে। খেলার প্রথম ১০ ওভার পর্যন্ত ঠিকঠাক ছিল। কিন্তু ১০.২ ওভারের পর হঠাৎ পড়ে গেল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরপর আমাদের এমসিএ কো-অর্ডিনেটর দত্ত মিঠবাভকর সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যান।’


ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন