Logo
Logo
×

খেলা

ঢাকায় ফিলিস্তিন দল, অনুশীলনে জামালরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১১:০৮ পিএম

ঢাকায় ফিলিস্তিন দল, অনুশীলনে জামালরা

ছবি-সংগৃহীত

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগ খেলতে আজ (শনিবার) সকালে ঢাকায় এসেছে ফিলিস্তিন জাতীয় ফুটবল দল। বাংলাদেশ দল কুয়েত থেকে দেশে ফিরেছে শুক্রবার রাতে। 

ঢাকায় ফিরে আজ বিকালেই অনুশীলনে নেমে পড়েছে হাভিয়ের কাবরেরার দল।

গেল ২১ মার্চ রাতে কুয়েতে ফিলিস্তিনের হোম ভেন্যুতে তাদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ খেলে বাংলাদেশ। খেলায় ৫-০ গোলে হারেন জামাল ভূঁইয়ারা। ওই ম্যাচ শেষে বাংলাদেশ পরের দিন বিকালে রওনা হলেও ফিলিস্তিন রওনা হয়েছে রাতে। 

আজ ভ্রমণক্লান্তি থাকায় ফিলিস্তিন দল কোনো অনুশীলন করবে না ৷ 

আগামী ২৬ মার্চ বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। সফরকারীরা ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে আগের দিন। 

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে তিন ম্যাচের একটিতে ড্র এবং বাকি দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। মাত্র এক পয়েন্ট নিয়ে তাই টেবিলের তলানীতে আছে কাবরেরার দল। এই তালিকায় সবার ওপরে অস্ট্রেলিয়া। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন