‘ইনিংসের শুরুতে ক্যাচ ফেলবেন, সেটার মূল্য তো দিতেই হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১১:১২ পিএম
বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস
‘হাসান দারুণ বোলিং করেছে। আমরা ক্যাচ ফেলেছি, যা আমাদের ক্ষতি করেই যাবে যদি এভাবে চলতে থাকে। সিলেট টেস্টে যেমন আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাপ ধরে রেখেছি, এরপর হাল ছেড়ে দিয়েছি। দীর্ঘ সময়ের জন্য প্রতিপক্ষকে চাপে রাখতে পারছি না। ভালো করতে হলে এই জায়গায় আরও উন্নতি করতে হবে। আমরা সকালে সুযোগ সৃষ্টি করেছি। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। প্রথম টেস্টেও একই ঘটনা ঘটেছে।’
দিনশেষে প্রেস ব্রিফিংয়ে এসে সাংবাদিকদের এমনই বললেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।
চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে টস ভাগ্য পাশে পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু দিনের শুরুতেই ৬ষ্ঠ ওভারে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের মাহমুদুল হাসান জয় স্লিপে সহজ ক্যাচ ফেললে সেই সুযোগ নষ্ট হয়। ১৩ রানে থাকা জুটি গিয়ে থামে ৯৬ রানে। তবে দেশের ১০৪তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেকের দিনে নজর কেড়েছেন হাসান মাহমুদ।
তবে আগামীকাল সকালের সেশনের গুরুত্বটা মনে করিয়ে দিয়েছেন অ্যাডামস বলেন, ‘খুব ভালো বোলিং করতে হবে সকালে। আজকের চেয়েও ভালো এবং লম্বা সময়ের জন্য। ওদের দুজন ভালো ব্যাটসম্যান ক্রিজে আছে। বেঞ্চে আছে আরও একজন ব্যাটসম্যান। যদি লম্বা সময় ধরে ভালো না করি, তাহলে ওরা ম্যাচটাকে ছিনিয়ে নেবে।’
সিলেটের মতো চট্টগ্রামেও ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। লঙ্কানরা গড়ে নিয়েছে দুটি বড় জুটি। অ্যাডামসও কোনো রাখঢাক না করেই বলেন, ‘আপনি যদি ক্যাচ ফেলতে থাকেন, তাহলে ভুগতে থাকবেন। আমি দলে যোগ দেওয়ার পর থেকেই দেখছি, বাংলাদেশের গ্রাউন্ড ফিল্ডিং বেশ ভালো। বেশ কিছু ভালো ক্যাচ ধরতে দেখেছি। কিন্তু যখন আপনি ইনিংসের শুরুতে ক্যাচ ফেলবেন, সেটার মূল্য তো দিতেই হবে। আমরা অনেক বেশি ক্যাচ ফেলছি। ওরা এটা নিয়ে কাজ করছে। কিন্তু ক্যাচও ফেলছে।’