Logo
Logo
×

খেলা

থ্রিলার ম্যাচে চেলসির জয়

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৪:৪০ পিএম

থ্রিলার ম্যাচে চেলসির জয়

ছবি-সংগৃহীত

চেলসি-ম্যানচেস্টার ম্যাচে কখনও পাল্লা ঝুঁকেছে চেলসির দিকে, কখনও ম্যানইউর দিকে। শুরুতে দর্শক ধরেই নিয়েছিল ম্যানচেস্টার জিততে চলেছে। তবে ৭ গোলের থ্রিলার ম্যাচে ম্যানইউকে ৪-৩ ব্যবধানে অবিশ্বাস্যভাবে হারিয়েই দিয়েছে চেলসি।

লিগে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে ম্যানইউ। ২৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে চেলসি।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ স্টাম্পফোর্ড ব্রিজে চতুর্থ মিনিটেই লিড নেয় চেলসি। ১৬ গজ দূর থেকে জোরালো শটে বলে জাল কাঁপান কনর গ্যালাগার। ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন কোল পালমার। ৩৪ মিনিটে চেলসির প্রথম গোল শোধ করেন আলেজান্দ্রে গারনাচো। ঠিক ৫ মিনিট পর  ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে ম্যানইউ।

দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে গারনাচোর দ্বিতীয় গোলে এগিয়ে যায় ম্যানইউ। ৩-২ গোলের এ লিড ম্যাচের মূল সময়ের শেষ পর্যন্ত ধরে রাখে টেন হাগের শিষ্যরা। তবে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ম্যাচ হেরে যায় ম্যানইউ।

অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে ফাউল করে বসেন দালোত। পালমারর স্পট কিকে সমতায় ফেরে স্বাগতিকরা। এক মিনিট পরই অর্থাৎ ১০১ মিনিটে সতীর্থের ছোট করে দেওয়া কর্নারে বল ধরে জোরালো শট নেন পালমার। বল স্কট ম্যাকটমিনের গায়ে লেগে দিক পাল্টে খুঁজে নেয় জাল।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন