Logo
Logo
×

খেলা

সাকিব-তামিমের লড়াইয়ে আজ

Icon

নিজস্ব সংবাদদাতা

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ পিএম

সাকিব-তামিমের লড়াইয়ে আজ

- ফাইল ছবি

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢুকতেই বিশাল দুটি ব্যানার চোখে পড়বে। একটি ব্যানার সাকিব আল হাসানকে নিয়ে, আরেকটি তামিম ইকবালের। দুজনের শীতল সম্পর্ক আর দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই তাঁদের ভক্তকুল এখন দুই ভাগে বিভক্ত। আর তাতেই অন্য মাত্রা নিয়েছে বিপিএলে সাকিবের রংপুর আর তামিমের বরিশালের মুখোমুখি লড়াই। 

আজ বরিশাল-রংপুর এমন এক লড়াইয়ে নামছে, যেখানে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। মিরপুরে তাই ফাগুন দিনে ‘বারুদের গন্ধ’—দলীয় লড়াই ছাপিয়ে আলোচনায় সাকিব-তামিমের সম্মুখসমর। 

‘ডু অর ডাই’ ম্যাচটা আরও ঝাঁজাল করতে আফগান পেসার ফজল হক ফারুকী যখন রংপুরের হয়ে পাওয়ার-প্লেতে বোলিং করবেন, তখন তামিমের পুরোনো হিসাবও সামনে এসে যাবে। আন্তর্জাতিক ক্রিকেটে তামিমকে চার ম্যাচে পেয়ে প্রতিবারই আউট করেছিলেন এই আফগান পেসার। যে কারণে বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তামিমকে নিচের দিকে ব্যাটিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও গুঞ্জন আছে। সেটার পার্শ্বপ্রতিক্রিয়া এতটাই হলো, তামিম বিশ্বকাপ থেকেই সরে দাঁড়িয়েছিলেন! 

বরিশালের কোচ মিজানুর রহমান বাবুলের মতে, ফারুকী-তামিমের দৃশ্যটা এবার ভিন্ন হবে। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন