Logo
Logo
×

খেলা

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৪:৫০ পিএম

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত

ছবি-সংগৃহীত

সবাই ভেবেছিল ড্র হতে যাচ্ছে কানপুর টেস্ট। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা প্রয়োজন ছিল ভারতের। তাই ম্যাচে খেই হারিয়ে বাংলাদেশ হেরে গেল ৭ উইকেটের বড় ব্যবধানে। দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

কানপুর টেস্টের আড়াই দিন ভেসে গেছে বৃষ্টিতে। এরপরও ম্যাচটি ড্র করতে পারেনি বাংলাদেশ। বাজে ব্যাটিংয়ের নির্লজ্জ প্রদর্শনীতে তারা হার মেনেছে। আজ মঙ্গলবার ম্যাচের শেষ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ১৪৬ রানে। ব্যাটারদের উদ্ভট শট আর আত্মহত্যার কথা আর নতুন করে কী বলার আছে? একমাত্র ফিফটি করেন সাদমান ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন মুশফিক। ৭ ব্যাটার দুই অংকে যেতে পারেননি। অশ্বিন, জাদেজা আর বুমরাহ ৩টি করে উইকেট নেন।

এর আগে প্রথম ইনিংসে টি-টোয়েন্টি স্টাইল ব্যাটিংয়ে ৯ উইকেটে ২৮৫ রান করা ভারতের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় মাত্র ৯৫ রানের। দিনের তখনও দুই সেশন বাকি। এই ছোট্ট লক্ষ্য তাড়াতেও ভারত শুরু করে আগ্রাসী ব্যাটিং। তাদের জিততেই হবে। ৩৪ রানের মধ্যে অধিনায়ক রোহিত শর্মা (৮) এবং শুবমান গিলকে (৬) ফিরিয়ে দেন মিরাজ। এরপরই শুরু হয় জশস্বী জয়সোয়াল আর বিরাট কোহলির তাণ্ডব। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৫৮ রানের জুটি।

৪৫ বলে ৮ চার ১ ছক্কায় ৫১ রান করে আউট হন জয়সোয়াল। কোহলির সঙ্গী হন রিশাভ পান্ত। নিজের মুখোমুখি হওয়া পঞ্চম বলে তাইজুলকে বাউন্ডারি মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার। কোহলি ৩৭ বলে ২৯ আর পান্ত ৪ রানে অপরাজিত থাকেন। মাত্র ১৭.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন