ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের ঘোষণা ফিফার
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
বছরের পর বছর ধরে ইসরায়েল-ফিলিস্তিনের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ করছে ইসরাইল। সেসব জায়গায় ঘটেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। এর মাঝেই গত মে মাসে ফিফার কংগ্রেসে ইসরায়েল ফুটবলকে নিষিদ্ধের দাবি তোলে ফিলিস্তিন। এবার বিষয়টি নিয়ে তদন্তের ঘোষণা দিল ফিফা।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) বক্তব্য ছিল, ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) ফিফার বৈষম্যবিরোধী নীতি লঙ্ঘন করেছে। তারা আরব খেলোয়াড়দের বিষয়ে বৈষম্যের সৃষ্টি করেছে এবং ফিলিস্তিন ভূখণ্ডের ক্লাবকে ইসরায়েলের লিগে অন্তর্ভুক্ত করেছে। আইএফএর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের তদন্ত করবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
গতকাল বৃহস্পতিবার জুরিখে ফিফা কাউন্সিলে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়। এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফিফা কাউন্সিল এই স্পর্শকাতর ব্যাপারটি নিয়ে স্বাধীন বিশেষজ্ঞদের সুপারিশ মেনে কাজ করছে। সেখানে চলমান সহিংসতাই বলে দেয়, সবকিছুর ওপরে আমাদের শান্তি প্রয়োজন। যা যা ঘটছে, সেসব নিয়ে আমরা খুব মর্মাহত। ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানাই। তাৎক্ষণিকভাবে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাই।’