Logo
Logo
×

খেলা

বিসিবির সঙ্গে মেঘনা ব্যাংকের ১ কোটি টাকার চুক্তি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম

বিসিবির সঙ্গে মেঘনা ব্যাংকের ১ কোটি টাকার চুক্তি

ছবি-সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) তত্ত্বাবধানে হওয়া ঢাকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের লিগগুলো দেশের ক্রিকেটার তৈরির গুরুত্বপূর্ণ এক প্ল্যাটফর্ম। লম্বা সময় এখানে ভালো পৃষ্ঠপোষকদেরও আসতে দেখা যায়নি, লিগগুলো পরিচালিত হতো বিসিবির নিজস্ব অর্থায়নে। এবার দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধিতে নিচের স্তরের এই লিগগুলোয় কোটি টাকার পৃষ্ঠপোষক করবে মেঘনা ব্যাংক। 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিসিবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছে, মেঘনা ব্যাংক এই মৌসুমে ১ কোটি টাকায় তিনটি লিগের মাঠ পর্যায়ের ব্র্যান্ডিংয়ের পৃষ্ঠপোষকতার সত্ত্ব পেয়েছে। 

বিসিবির বিপণন ও বাণিজ্যিক বিভাগের প্রধান ফাহিম সিনহা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগের মান নিয়ে বলেন, ‘আগের পরিস্থিতি সম্পর্কে বলতে পারব না, তবে এখন থেকে কীভাবে উন্নতি করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছি। উইকেটের মানও এবার ভালো করার লক্ষ্য থাকবে।’

মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কিমিওয়া সাদাত জানান, বহির্বিশ্ব যে কটি কারণে বাংলাদেশকে চেনে, ক্রিকেট তার অন্যতম। আর দেশে ভালো ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ। সে কারণেই এসব লিগে মেঘনা ব্যাংক পৃষ্ঠপোষক হিসেবে এসেছে।  তবে নিচের স্তরের এসব লিগে আম্পায়ারিং, উইকেট, খেলার মান নিয়ে প্রশ্ন ও বিতর্ক হয় প্রায়। বিসিবির প্রভাবশালী কাউন্সিলরদের বিরুদ্ধে তাঁদের স্বার্থে ক্লাবগুলোর ম্যাচ গড়াপেটার মতো অভিযোগও আছে।  এবার এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার করছে বিসিবি, তারা ঢাকার স্থানীয় লিগগুলোর শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিচ্ছে বলে দাবি করেছে। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন