ছবি-সংগৃহীত
২০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ার প্লেতেই ধসে পড়ল বাংলাদেশ দলের
টপ অর্ডার। অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও অভিষিক্ত জাকের আলী অনিক করেছেন ফিফটি। শেষ ওভারে
দলের জয়ের জন্য দরকার ছিল ১২ রান, ওই ওভারে আউট হয়েছেন অনিক। ফলে ৩ রানের হারের বেদনা
নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। ২০৭ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেটে ২০৩ রানে থামে
বাংলাদেশ দলের ইনিংস।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওভারেই স্বাগতিকদের রানের খাতা
খোলার আগে আউট হয়েছেন লিটন দাস। আরেক ওপেনার সৌম্য সরকারও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন।
দৃষ্টিকটু আউটে ফিরেছেন ১২ রানে। ছক্কা মেরে রানের খাতা খুলে, হৃদয় ফেরেন ৮ রানে। চতুর্থ
উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ বিপর্যয় সামলে জুটি বড় করার চেষ্টা
করেন। তবে ছন্দ হারানো শান্ত মাতিশা পাতিরানার বলে আউট হয়েছেন ২২ বলে ২০ রানে। পঞ্চম
উইকেটে মাহমুদউল্লাহ-জাকেরের ২৯ বলে ৪৭ রানের জুটি দলের জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন।
কিন্তু ২৭ বলে ফিফটি করা মাহমুদউল্লাহ ৫৪ রানে ফিরলে আবারও হারের শঙ্কা জেগে ওঠে। ষষ্ঠ
উইকেটে অনিক আর শেখ মেহেদী হাসানের ২৭ বলে ৬৫ রানের জুটিতে বাংলাদেশের জয়ের আশা বেঁচে
থাকে। শেষ ওভারে জয়ের জন্য দরকার পড়ে ১২ রান। কিন্তু দাসুন শানাকার ওই ওভারে রিশাদ
হোসেন ও অনিকের আউটে বাংলাদেশ মাত্র ৮ রান তুলতে সক্ষম হয়।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২০৭ রানের পাহাড়সম লক্ষ্য
ছুড়ে দেয় শ্রীলঙ্কা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ স্কোরের
তালিকায় লঙ্কানদের আজকের ২০৬ রানের ইনিংসটি জায়গা করেছে দুই নম্বরে। ২০১৮ সালে করা
২১০ রানের সর্বোচ্চ ইনিংসটিও ছিল লঙ্কানদের।