Logo
Logo
×

খেলা

শ্রীলঙ্কা যাচ্ছে অনূর্ধ্ব-১৭

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:১১ পিএম

শ্রীলঙ্কা যাচ্ছে অনূর্ধ্ব-১৭

প্রতীকী ছবি

নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

১৬ সদস্যের দলে সুযোগ পেয়েছেন তিন লেগ স্পিনার। মূল দলের সঙ্গে অতিরিক্ত রাখা হয়েছে আরও চার ক্রিকেটার। বৃহস্পতিবার শ্রীলঙ্কায় পৌঁছে শুক্রবারই ওয়ানডে সিরিজের অনুশীলনে নেমে পড়বে দল। দুই দিনের প্রস্তুতি শেষে ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরের দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ নভেম্বর।

সফরে প্রধান কোচের দায়িত্বে থাকবেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ আবদুল করিম জুয়েল। তাঁর সঙ্গে কোচিং প্যানেলে আরও থাকছেন সাবেক দুই ক্রিকেটার তুষার ইমরান ও হাসিবুল হোসেন। ৫০ ওভারের সিরিজ শেষে ২ ডিসেম্বর শুরু হবে তিন দিনের প্রথম ম্যাচ। ৭ ডিসেম্বর শুরু হবে তিন দিনের ম্যাচ দ্বিতীয় ম্যাচ। ৯ ডিসেম্বর আবার দেশে ফিরবে দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল: ফেরদৌস কবির, আবদুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, আদৃত ঘোষ, আহসানুল হক মাহিম, রকিবুল হোসেন, রাকিব খান, মাহিনউজ্জামান মাহবির, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইশমাম চৌধুরি, ইমরান হোসেন, আল রাফি ও সৌরভ কর্মকার।

স্ট্যান্ডবাই: আহসানুল মুমিন, মোবাসশির ইসলাম মুনেম, ফাইয়াজ রহমান, কাওসার আহমেদ।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন